মুসলমান অভিবাসীদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার হুমকি দিলেন অমিত শাহ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯ ডেস্ক: মুসলমানদের বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য দিয়ে ফের আলোচনায় এলেন ভারতের ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। প্রকাশ্যে সাম্প্রদায়িক হুমকি দিয়ে তিনি বলেছেন, অভিবাসী মুসলমানদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হবে। এর আগে অভিবাসীদের উইপোকা হিসেবেও আখ্যায়িত করেছেন ভারতীয় জনতা পার্টির এই নেতা। খবর রয়টার্সের। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এক সমাবেশে দেয়া ভাষণে তিনি বলেন, বাংলার মাটিতে অনুপ্রবেশকারীরা উইপোকার মতো। ভারতীয় জনতা পার্টি সরকার তাদের এক এক করে তুলে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়ে আসবে। প্রতিবেশী বাংলাদেশ থেকে এসব অভিবাসী অনুপ্রবেশ করেছে বলে জানিয়ে তিনি এ ক্ষোভ ঝাড়েন। তবে বাংলাদেশ ও পাকিস্তান থেকে যাওয়া হিন্দু, বৌদ্ধ, জেইন ও শিখ ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বিজেপির অবস্থান পুনর্ব্যক্ত করেননি শাহ। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে মুসলমানদের তিনি একই অভিধায় আখ্যায়িত করলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে তা উল্লেখ করা হয়। ভারতের ৬ সপ্তাহের লোকসভা নির্বাচনের প্রথম দফা শেষ হয়েছে। /আরএ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: