লাইলাতুল কদর তালাশে আল আকসায় লাখো মুসল্লির ঢল

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জুন ২, ২০১৯

ডেস্ক: হাজার মাসের শ্রেষ্ঠ রজনী পবিত্র লাইলাতুল কদর তালাশে গতকাল আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইবাদত-বন্দেগির জন্য অন্তত ৪ লাখ মুসল্লি জড়ো হয়েছেন। ইসরাইলি বাহিনীর নিষেধাজ্ঞা সত্ত্বেও মুসল্লিরা সেখানে রাতভর ইবাদত-বন্দেগি করছেন, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি।

প্রসঙ্গত, পবিত্র রমযানের লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা প্রথম কিবলায় হাজির হন। তারা নফল নামায আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও মোনাজাত করবেন।

লাইলাতুল কদর বিষয়ে মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ‘হাজার রাতের চেয়েও উত্তম।’ এজন্য রাতটি সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময়।

এর আগে শুক্রবার জুমার নামাজ আদায়ের লক্ষ্যে বিপুলসংখ্যক মুসল্লি আল আকসায় হাজির হন।

এসকে/

Comments