আগ্নেয়গিরি বিস্ফোরণের জেরে বালির সব বিমান চলাচল বাতিল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯ হঠাৎ করে মাউন্ট আগুং আগ্নেয়গিরি বিস্ফোরণে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার বালি। গত শুক্রবার রাতে হওয়া এই ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয় বালির আন্তর্জাতিক বিমানবন্দর। বাতিল করে দেওয়া হলো সব বিমান। ন্যাশনাল ডিজাস্টার এজেন্সির তরফে জানানো হয়েছে টানা সাড়ে চার মিনিট ধরে চলে এই অগ্ন্যুৎপাত। জ্বালামুখ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরত্বে ছড়িয়ে পড়ে লাভা এবং জ্বলন্ত পাথরের টুকরো। আশেপাশের ৯টি গ্রাম ঢেকে যায় ছাইয়ের আস্তরণে। এয়ার ট্রান্সপোর্টেশনের ডিরেক্টোরেট জেনারেল জানিয়েছেন, বালিতে আসা চারটি বিমানের পথ পরিবর্তন করা হয়েছে এবং বালি থেকে পাঁচটি বিমানের উড়ান বাতিল করা হয়েছে। ১৯৬৩ সালের প্রায় বছর ৫০ পর ফের ২০১৭ সালে ফের সক্রিয় হয় আগুং আগ্নেয়গিরি। এএ/ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: