আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৭ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯ একুশে ডেস্ক: কর্মকর্তারা বলছেন আত্মঘাতী বোমাবাজসহ ৫ জন জঙ্গি, নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ বিমান বন্দরের কাছে খুব ভোর বেলায় এই হামলা চালায়। আজ আফগানিস্তানের পুর্বাঞ্চলে বোমা ও বন্দুক আক্রমণে অন্তত ১৭ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই হচ্ছে একটি স্থানীয় নির্মাণ কোম্পানির কর্মচারি । প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র, আতাউল্লাহ খোগিয়ানী ভয়েস অফ আমেরিকাকে বলেন যে দু জন আত্মঘাতী বোমাবাজ ঐ অভিযানের শুরুতেই নিজেদের গায়ে বিস্ফোরণ ঘটায় এবং সেই সময়ে অন্যান্যরা ঐ প্রাইভেট কোম্পানির দপ্তরে ঝড়ের বেড়ে ঢুকে এই তান্ডব ঘটায়। খোগিয়ানি বলেন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা আক্রমণকারীদের প্রতিহত করার চেষ্টা করে এবং এই অবরোধের পরিসমাপ্তি ঘটাতে তাদের হত্যা করে। নয় ঘন্টা ধরে এই অবরোধ চলে। প্রাদেশিক পুলিশ কর্মকর্তারা বলেছেন, আমেরিকান সৈন্যরাও আফগানদের সহযোগিতা করে। খোগিয়ানি আরও বলেন যে ঐ জঙ্গি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন আফগান কোম্পানির ১৬ জন কর্মচারি এবং একজন নিরাপত্তা কর্মকর্তা। ঐ প্রদেশে এই সহিংসতার দায় তাৎক্ষণিক ভাবে কেউ স্বীকার করেনি। সেখানে আই এস জঙ্গি এবং তালিবান বিদ্রোহীরা প্রায নিয়মিত ভাবেই আফগান সেনাবাহিনী এবং অসামিরক লক্ষ্যবস্তুর উপর হামলা চালিয়ে আসছে। সূত্র: ভয়েস অফ আমেরিকা। /এফএফ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: