লেবাননের পার্লামেন্ট নির্বাচন সম্পন্ন;এগিয়ে হিজবুল্লাহ

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, মে ৭, ২০১৮
আন্তর্জাতিক ডেস্ক : প্রায় এক দশক পর রবিবার লেবাননের প্রথম পার্লামেন্ট নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন সরকারিভাবে ঘোষিত ফলাফলের জন্য অপেক্ষা করছে দেশটির জনগণ।

তবে এই নির্বাচনে পূর্বের সাধারণ নির্বাচনের চেয়ে উল্লেখযোগ্য কম সংখ্যক ভোট পড়েছে বলে দেশটির মিডিয়ার খবরে বলা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩.৮ মিলিয়ন নিবন্ধিত ভোটারের মধ্যে ৪৯.২ শতাংশ ভোটার রবিবারের নির্বাচনে তাদের ভোট প্রদান করেছেন। ২০০৯ সালের সর্বশেষ নির্বাচনে এই সংখ্যা ছিল ৫৪ শতাংশ।

সোমবার দিনের শেষে সংবাদ সম্মেলন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রাথমিক ফলাফলে হিজবুল্লাহ এবং তার রাজনৈতিক জোট অর্ধেকেরও বেশি আসনে এগিয়ে রয়েছে বলে দেশটির রাজনীতিক ও মিডিয়ার খবরে বলা হয়েছে।

চূড়ান্ত গণনায় এটি নিশ্চিত হলে এই ফলাফল হিজবুল্লাহকে রাজনৈতিকভাবে শক্তিশালী করবে।

রবিবারের ভোটে পার্লামেন্টের ১২৮টি আসনের জন্য মোট ৫৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর মধ্যে রেকর্ড ৮৬ জন নারী রয়েছেন। এই ১২৮টি সংসদীয় আসনের মধ্যে ৬৪টি মুসলিমদের জন্য এবং ৬৪টি খ্রিস্টানদের জন্য বরাদ্দ। সূত্র : আল জাজিরা

#একুশনিউজ/এএইচ

Comments