হেলমেট ছাড়া মিলছে না তেল

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৮

কাগজপত্র ও হেলমেট না থাকলে কোনো মোটর সাইকেলকে তেল না দিতে পেট্রোল পাম্পগুলোকে নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার। ট্রাফিক পুলিশের ৪টি জোনের ১৫০টি চেকপোস্টে এ নির্দেশনা বাস্তবায়নে অভিযানও পরিচালিত হচ্ছে।

চালক, যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে রাজধানীতে ছুটির দিন শুক্রবারও (০৭ সেপ্টেম্বর ২০১৮) তৎপর ট্রাফিক পুলিশ। তাদের সঙ্গে রেড ক্রিসেন্ট সোসাইটি, বিএনসিসিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও সাধারণ মানুষকে সচেতন করছে।

আজ তৃতীয় দিনের মতো নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। শুক্রবার (০৭ সেপ্টেম্বর ২০১৮) সকাল থেকেই গাড়ির ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছেন তারা।

এ ছাড়া, সাধারণ মানুষকে জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ব্যবহার ও ফুটপাথ দিয়ে হাঁটতে উদ্বুদ্ধ করা হচ্ছে। উল্টো পথে গাড়ি চালানো, নিয়ম অমান্য করে পথচারী চলাচল করায় পথচারী ও চালকের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হচ্ছে। চালক ও যাত্রীদের হেলমেট ছাড়া মোটর সাইকেলও চলতে দিচ্ছে না পুলিশ

Comments