সৌদি আরব মধ্যপ্রাচ্যে বিভাজন সৃষ্টি করছে: ইরান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জুন ১, ২০১৯ ডেস্ক: ইসরায়েলকে সুবিধা দেওয়ার জন্য সৌদি আরব মধ্যপ্রাচ্যে বিভাজন সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে ইরান। আরব বিশ্বের নেতাদের নিয়ে সৌদি আরব সম্মেলন করায় তেহরান এ অভিযোগ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেয়িদ আব্বাস মৌসাভি এ কথা বলেন। সেয়িদ আব্বাস মৌসাভি বলেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চেষ্টাকে ফলপ্রসূ করতে আরব বিশ্ব এবং প্রতিবেশী দেশের মধ্যে সৌদি আরব বিভেদ তৈরি করছে।’ গত শনিবার মক্কায় অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন সম্মেলনে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ প্রতিষ্ঠার চেষ্টা করায় সেয়িদ হতাশা প্রকাশ করেন। ওই সম্মেলনে সৌদি আরবের বাদশাহ সালমান ইরানের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানান। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইরানের বিরুদ্ধে তেলবাহী জাহাজে হামলার অভিযোগ আনার পরপরই সৌদি আরব ওই সম্মেলনের আয়োজন করে। তেহরান বোল্টনের অভিযোগ হাস্যকর বলে উড়িয়ে দেয়। এ ছাড়া বোল্টন এই অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরান তেলের দাম বৃদ্ধির চেষ্টা করছে। গত ১২ মে চারটি তেলবাহী জাহাজে হামলার পেছনে ইরানের হাত রয়েছে আবুধাবিতে জন বোল্টন, এমন অভিযোগ করার এক দিন পর পম্পেও এই অভিযোগ করেছেন। বার্লিনের উদ্দেশে ওয়াশিংটন ছাড়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘হ্যাঁ, বোল্টন ঠিক কথা বলেছে। বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধির জন্য ইরান চেষ্টা করছে।’ সূত্র : এএফপি। এসকে/ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: মধ্যপ্রাচ্যেসৌদি আরবসৌদি আরব মধ্যপ্রাচ্যে