সৌদির কাছে অবশ্যই অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে: জেরেমি করবিন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮ ডেস্ক: যুক্তরাজ্যের লেবার পার্টির প্রধান জেরেমি করবিন বলেছেন, সরকারকে অবশ্যই সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করা বন্ধ করতে হবে। ইয়েমেনের ওপর চাপিয়ে দেয়া বর্বর যুদ্ধ অবসানের জন্য ব্রিটিশ সরকারকে এ পদক্ষেপ নিতে হবে। সৌদি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ইয়েমেনিদের জন্য রবিবার সন্ধ্যায় আয়োজিত এক প্রার্থনা অনুষ্ঠানে করবিন এ দাবি জানান। তিনি সুস্পষ্ট করে বলেন, লেবার পার্টি যদি সরকার গঠন করত তাহলে একদিন পরই ইয়েমেন যুদ্ধ বন্ধ করার প্রস্তাব নিয়ে জাতিসংঘে যেত। ইয়েমেনের বর্তমান পরিস্থিতিকে তিনি মানব-সৃষ্ট সংকট বলে অভিহিত করেন। করবিন বলেন, সৌদি আরব বিমান থেকে ইয়েমেনের ওপর বোমাবর্ষণ করে এই অবস্থা তৈরি করেছে এবং দুঃখজনক হচ্ছে যে, এসব বোমার একটা অংশ ব্রিটিশ সরকার সরবরাহ করেছে। লেবার পার্টির এ নেতা বলেন, শিশুরা কলেরায় মারা যাচ্ছে, লোকজন স্কুল ভবন কিংবা বিয়ের অনুষ্ঠানে নিহত হচ্ছে। একুশ শতকে এটা অত্যন্ত ঘৃণ্য কাজ এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইয়েমেন যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘে প্রস্তাব না তোলায় তিনি ব্রিটিশ সরকারের কঠোর সমালোচনা করেন। বিডি প্রতিদিন। /এমএম Comments SHARES আন্তর্জাতিক বিষয়: সৌদির কাছে অবশ্যই অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে: জেরেমি করবিন