সেশনজট নিরসনের দাবীতে চবিতে শিক্ষার্থীদের মানববন্ধন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৮ আরিফ হোসেন, চবি প্রতিনিধি: সেশনজট নিরশনের দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে । রোববার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভাগের শিক্ষার্থীরা দাবী করেন, ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ২৪ মাসের সেশন জটে রয়েছে। এছাড়া ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ১৮ মাসের সেশন জটে রয়েছে। শুধু তাই নয়, ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ১৩ মাস করে সেশনজটের কবলে পড়েছে। সেই সাথে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৬ মাসের সেশন জটে রয়েছে। শিক্ষার্থীরা বলেন, এ বিষয়গুলো নিয়ে আমরা বিভাগের শিক্ষকদের সাথে কোন কথা বলতে পারি না। এমনকি আমরা মানববন্ধন করতে চাইলে বিভাগের শিক্ষকরা আমাদের নানা ভাবে হুমকি প্রদান করেন। এ বিষয়ে ইনস্টিটিউটের পরিচালক সাবরিনা ইসলাম সুইটি বলেন, অন্যান্য বিভাগে মাত্র দুটি পোগ্রাম চালু থাকলেও আমাদের ইনস্টিটিউটে বর্তমানে চলামান আছে ১৬টি পোগ্রাম। আর শ্রেণী কক্ষ রয়েছে মাত্র একটি। এমনকি বিভাগের শিক্ষকরাও বসার মত কোন জায়গা নেই। লোকবল সংকট তো আর নাই বললাম। এতসব সমস্যার মধ্যে ইনস্টিটিউটের কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়া অনেক কষ্টকর। তিনি আরো বলেন, এই ইনস্টিটিউটের প্রতিটি শিক্ষক সেশন জট নিরশনের ব্যাপারে আন্তরিক। এই সেশনজট নিরশনে সকল শিক্ষক কাজও করে যাচ্ছে বলেন তিনি। আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: সেশনজট নিরসনের দাবীতে চবিতে শিক্ষার্থীদের মানববন্ধন