আন্দোলনের মুখে শিক্ষিকা হাসনা হেনার জামিন

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৮

একুশ নিউজ: ভিকারুননিসার ছাত্রী আত্মহত্যায় প্ররোচণা মামলায় শ্রেণি শিক্ষিকা হাসনা হেনার জামিন মঞ্জুর করেছেন আদালত। রোবার বিকালে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ এই আদেশ দেন।

প্রসঙ্গ সোমবার দুপুরে রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ভিকারুননিসার শিক্ষার্থী অরিত্রি।

ঘটনার পর মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর পল্টন থানায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনা হেনার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার মামলা দায়ের করেন অরিত্রির বাবা।

ভিকারুননিসার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন শুরু করে। পরে বুধবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

এদিকে হাসনা হেনাকে গ্রেফতারে পর নির্দোশ দাবি করে তার ‍মুক্তির দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। আ রোববার শিক্ষিকা হাসনা হেনার মুক্তির দাবিতে অনশনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

/আরএ

Comments