সেন্টমার্টিনকে নিজেদের দাবি করা তথ্য সরিয়ে নিয়েছে মায়ানমার

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৮

স্টাফ ডেস্ক: সেন্টমার্টিন দীপপুঞ্জকে নিজেদের মানচিত্রে একই রঙে চিন্হিত করে নিজেদের ভূ-খন্ড দাবি করার পর প্রতিবাদের মুখে ওয়েবসাইট থেকে তথ্য সরিয়ে নিয়েছে মায়ানমার।

আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২০তম বৈঠকে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হক এ তথ্য জানান।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়ে জোর প্রতিবাদ জানানো হয়েছে। এরপর তারা তাদের ওয়েরসাইট থেকে এটি সরিয়ে নিয়েছে।

সম্প্রতি মিয়ানমার সরকারের জনসংখ্যা বিষয়ক বিভাগের ওয়েবসাইট প্রকাশিত তাদের দেশের যে মানচিত্রে সেইন্ট মার্টিন দ্বীপপুঞ্জকে মিয়ানমারের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে।

এই ঘটনায় গতকাল মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়। দুপুর ১টায় মায়ানমারের রাষ্ট্রদূত লুইন ইন উপস্থিত হলে তাকে প্রতিবাদপত্র দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল খুরশিদ আলম।

/এমএম

Comments