সবার অংশগ্রহনে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইইউ

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৮

স্টাফ কারেসপন্ডন্ট:  আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ প্রতিনিধিদলের প্রধান গানার উইগার্ড বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্রের জন্য খুবই দরকার।’
বাংলাদেশের সঙ্গে ইউরোপিয় ইউনিয়নের ফরেন অফিস কনসালটেশন বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গানার উইগার্ড এসব কথা জানান। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সঙ্গে ইউরোপিয় ইউনিয়নের তৃতীয় ফরেন অফিস কনসালটেশন বৈঠকটি অনুষ্ঠিত হলো ঢাকায়। যা গত বছর হয়েছিল ব্রাসেলসে। এবারের বৈঠকে আলোচিত ইস্যুগুলোর মধ্যে ছিল রোহিঙ্গা ইস্যু, অবৈধ অভিবাসন, বাণিজ্য এবং বাংলাদেশের আগামী নির্বাচনের বিষয়টি।

বৈঠক শেষে ইইউ প্রতিনিধিদলের প্রধান গানার উইগার্ড সাংবাদিকদের জানান, তাঁরা চান বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনটি সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হোক।

গানার উইগার্ড বলেন, ‘অবাধ, সুষ্ঠ, গ্রহণযোগ্য নির্বাচন গনতন্ত্রের জন্য খুবই দরকার। আমরা আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেছি। আমাদের ইইউ রাষ্ট্রদূত অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে এ ব্যাপারে দেখা করেছেন। আমরা অত্যন্ত আগ্রহী এমন একটি নির্বাচন দেখতে যেখানে সব দল অংশগ্রহণ করতে পারে।’

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে উইগার্ড বলেন, ‘এ ব্যাপারে বাংলাদেশের এই মুহূর্তে প্রচুর অর্থ সাহায্য প্রয়োজন।’

গানার উইগার্ড বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এখন পর্যন্ত যে অর্থ সহায়তা দিয়েছে তা মোট সহায়তার অর্ধেকের বেশি। এটা অত্যন্ত ভালো লক্ষণ। কিন্তু রোহিঙ্গা ইস্যু মোকাবিলায় বাংলাদেশেকে আরো অনেক সহায়তা করা প্রয়োজন।’

ইউরোপে অবৈধ অভিবাসনের বিষয়ে ইইউ প্রতিনিধিদলের প্রধান জানান, তাঁরা কোনোভাবেই ইউরোপে অবৈধ অভিবাসীদের স্বাগত জানাতে পারেন না।

ইইউ ফরেন অফিস কনসালটেশন বৈঠকে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র সচিব শহিদুল হক।

#এএইচ

Comments