সফলভাবে উড়লো তুরস্কের প্রথম তৈরি হেলিকপ্টার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৮ সফলভাবে উড়লো তুরস্কের প্রথম তৈরি হেলিকপ্টার টি-৬২৫। বৃহস্পতিবার আঙ্কারার কাহরামাঙ্কাজান বিভাগে তার্কিশ অ্যারোস্পেস ইন্ডাসট্রিম (টিএআই) হেলিকপ্টারটি উড্ডয়ন করায়। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও কাঁচামাল ব্যবহার করে টি-৬২৫ মডেলের হেলিকপ্টারটি তৈরি করেছে টিএআই। বৃহস্পতিবার টার্কিশ ডিফেন্স ইনডাস্ট্রিমজ (এসএসবি) সামাজিক মাধ্যম টুইটারে তাদের অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছে। তুরস্কের ডিফেন্স ইনডাস্ট্রিজের আন্ডারসেক্রেটারি ইসমাইল দেমিরও টুইটারে তার নিজের অ্যাকাউন্টে হেলিকপ্টারটি ওড়ানোর ভিডিও প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট এরদোগান দ্বিতীয়বার দায়িত্ব নেয়ার পর ১০০ দিনের যে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিলেন তারই অংশ হিসেবে দ্রুত এ হেলিকপ্টার তৈরি শেষ করা হয়। তুরস্কের ডিফেন্স ইনডাস্ট্রিজের তত্ত্বাবধানে ২০১৩ সালে হেলিকপ্টার তৈরির কাজ শুরু করে টিএআই। আগামী দুই বছরের মধ্যে ব্যাপকহারে এ হেলিক্প্টার নির্মাণ সম্ভব হবে বলে আসা করছে সংশ্লিষ্টরা Comments SHARES আন্তর্জাতিক বিষয়: সফলভাবে উড়লো তুরস্কের প্রথম তৈরি হেলিকপ্টার