শিগরিরই শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে : অর্থমন্ত্রী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৮ নিজস্ব প্রতিবেদক : নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জন্য আগামী বাজেটে বরাদ্দ থাকবে। তবে এখনও বলতে পারছিনা কত বরাদ্দ দেয়া হবে। বরাদ্দ দেয়া হলে জানানো হবে। তাছাড়া সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে একসঙ্গে এমপিওভুক্ত করা সম্ভব নয়।’ বুধবার (১৪ মার্চ) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় তিনি সর্বশেষ এমপিওভুক্ত কবে করা হয়েছে সেটা জানতে চান অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে। সর্বশেষ এমপিওভুক্ত ২০১০ সালে করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। তখন অর্থমন্ত্রী বলেন, ‘তাহলে তো এবার মাস্ট দিতে হবে। এ বছর কোন মতেই আটকানো যাবে না।’ মুহিত বলেন, ‘মাধ্যমিকে ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এখন এপিওভুক্ত আছে। আর নয় হাজার শিক্ষা প্রতিষ্ঠান নন-এমপিও। এই নয় হাজার এমপিওভুক্ত করলেই সব এমপিওভুক্ত হয়ে যাবে।’ এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নয় হাজার প্রতিষ্ঠানকেই এক সঙ্গে এমপিওভুক্ত করা যাবে না। প্রথমে কয়টা এমপিওভুক্ত করা হবে দেখবো। তারপর জানানো হবে। তবে প্রথম ধাপে এক হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা যেতে পারে।’ অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের দারুণ অভাব রয়েছে। বিশেষ করে সিটি, জেলা ও বিভাগে শিক্ষকের ব্যাপক সংকট রয়েছে। সেখানে এক একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রের সংখ্যা ৮০০ থেকে ১ হাজার ২০০ জন। তাদের শিক্ষা দেয়ার জন্য ঘরও নেই। শিক্ষকও নেই। এটা একটা বড় সমস্যা। এ বিষয়ে আলোচনা হয়েছে।’ প্রাক-বাজেট আলোচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অংশ নেন। Comments SHARES শীর্ষনিউজ বিষয়: