যুবরাজ সালমানের প্রস্তাবে রাজী না হওয়ায় খাশোগিকে হত্যা: তুর্কি পত্রিকা

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮

একুশ নিউজ, ডেস্ক: যুবরাজ সালমানের প্রস্তাবে রাজী না হওয়ায় খাশোগিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের সরকারপন্থি পত্রিকা ‘ডেইলি ইয়েনি সাফাক’।

এতে করে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে বেরিয়ে আসা বিস্ফোরক তথ্যে এবার সৌদি আরবের সরাসরি সম্পৃক্তার অভিযোগ প্রকাশ্যে আসছে।

‘ডেইলি ইয়েনি সাফাক’ এর বরাতে নিউজ.কম.এইউ জানায়, জামাল খাসোগিকে হত্যার আগে তার সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সালমান খাশোগিকে সৌদি আরবে যাওয়ার প্রস্তাব করেন।

কিন্তু খাশোগি গ্রেফতার আতঙ্কে সেই প্রস্তাব ফিরিয়ে দেন।  আর সেই ফোন কেটে দেওয়ার পরপরই হত্যা করা হয় খাসোগিকে।

ডেইলি ইয়েনি সাফাক জানায়, চলতি মাসের প্রথম দিকে তুরস্কের সৌদি আরবের কনসুলেটে ওয়াশিংট পোস্টের কলামিস্ট খাসোগিকে হত্যার আগ মুহূর্তে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার সঙ্গে ফোনে কথা বলেন।

তুরস্কের সরকারি কর্মকর্তারা এখন পর্যন্ত এ বিষয়টি যাচাই বাছাই বা প্রকাশ না করলেও ওই পত্রিকাটি এ খবর দিয়েছে। তবে এরই মধ্যে সরকারপন্থি অনেক পত্রিকা ও মিডিয়া আগেভাগে এমন সব তথ্য ফাঁস করছে, যা তদন্তে সত্য প্রমাণিত হয়েছে।

/আরএ

Comments