মিশরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৫ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮ একুশ ডেক্স : মিশরের উত্তরাঞ্চলের বাহেইরা প্রদেশে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে। এঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। জানা গেছে বুধবার আল বাহেইরা গভর্নরেটের অন্তর্গত কোম হামাদা স্টেশনের অদূরে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে । এলাকাটির অবস্থান মিশরের উত্তরাঞ্চলের উপকূল ঘেঁষে অবস্থিত। সংঘর্ষে দুটি ট্রেনই দুমড়ে মুচড়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো জানায় আহতদের উদ্ধার করে দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকার হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। বিভিন্ন সংস্থার লোকেরা এরই মধ্যে উদ্ধারকাজ শুরু করেছেন। পুলিশ ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সূত্রগুলো জানায়, দুর্ঘটনাস্থলে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। শেখ রাবিম Comments SHARES আন্তর্জাতিক বিষয়: অ্যাম্বুলেন্সআল জাজিরামধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমমিশরেরসামরিক কর্মকর্তা