মসজিদ ভিত্তিক স্বাস্থ্যকেন্দ্র; চিকিৎসা নিচ্ছে সব ধর্মের মানুষ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮ তুহিন খন্দকার: ইসলাম শুধুমাত্র একটি জনগোষ্ঠির ধর্ম নয় বরং সমগ্র মানুষের জন্যই। এ ধর্ম শেখায় সহমর্মিতা ও মহানুভবতার শিক্ষা, এবং এর নজির সারা বিশ্বে অগণিত। সেই মহানুভবতা ও পর-কল্যাণে এবার ভারতের হায়দারাবাদের মুসলিমরা এক অভিনব কাজের নজির দেখিয়েছে। সেখানকার এক মসজিদকে নামাজের পাশাপাশি গণমানুষের স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে৷ যেখানে চিকিৎসা করাতে আসেন প্রায় দেড় লক্ষ বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মের মানুষ। মসজিদ-ইস’হক বস্তির গরিব মানুষকে দিচ্ছে এই চিকিৎসার সুব্যবস্থা৷ সেখানে ধর্মের কোনও বেড়াজাল নেই৷ সব ধর্মের মানুষ আসেন রোগের চিকিৎসা করাতে৷ হেল্প হ্যান্ড ফাউন্ডেশন নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এই উদ্যোগটি নিয়েছে। সংস্থাটির একজন ট্রাস্টি ‘মুজতাবা আসকারি’ গণমাধ্যমকে জানান, স্বাস্থ্যসেবা কেন্দ্রটি খোলার সময় আমরা খুবই ভেবেচিন্তে সেটি নির্বাচন করেছি৷ তারপর এই এলাকাটিকে আমরা পছন্দ করি৷ তিনি বলেন, ‘এই মসজিদটির চারদিক ঘিরে রয়েছে নয়টি বস্তি৷ এই এলাকার জনসংখ্যা ১.৫ লক্ষের উপরে৷মসজিদ কেন্দ্রিক চিকিৎসা সেবা গড়ার পিছনে আসল কারণ হল, আমরা ওই সকল মানুষদের চিকিৎসা করতে চেয়েছিলাম যারা সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সুযোগ সুবিধা সম্পর্কে অবগত নয়৷’ তিনি আরও বলেন, এই প্রচেষ্টায় বেশ সাড়া মিলেছে৷ প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ জন মানুষ এখানে চিকিৎসার সুবিধা নিতে আসেন। বিআইজে/ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: মসজিদ ভিত্তিক স্বাস্থ্যকেন্দ্র; চিকিৎসা নিচ্ছে সব ধর্মের মানুষ