মরদেহ শনাক্তে সময় লাগবে চার থেকে একুশদিন : রাষ্ট্রদূত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০১৮ একুশনিউজ : ইউএস বাংলা বিমান দুর্ঘটনায় নিহতদের মরদেহ শনাক্ত করতে প্রায় চারদিন সময় লাগবে বলে জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত । ৭১ জন যাত্রীর মধ্যে ৫০ জন মারা গেছেন ওই বিমান দুর্ঘটনায় যার মধ্যে বাংলাদেশের ছিল ৩২ জন যাত্রী । তবে এই ৫০ জনের কে কোন দেশের তা শনাক্ত করতে সময় লাগবে । রাষ্ট্রদূত বলেন, যদি নরমালে শনাক্ত করা যায় তাহলে তিন থেকে চার দিনের মধ্যেই কাজ সমাপ্ত হবে বলে আশা করি । আর যদি ডিএনএর মাধ্যমে শনাক্ত করতে হয় তাহলে প্রায় ২১ দিন সময় লাগবে । নিহতদের আত্মীয়-স্বজন সবাইকে এব্যাপারে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি । এদিকে, নিহতদের স্মরণে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং শুক্রবার বাদ জুমআ বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে । উল্লেখ্য, বাংলাদেশি যাত্রীদের আত্মীয়-স্বজন গতকাল এক নেপাল গেছেন । সেখানে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে গেছে । /এসআর Comments SHARES আন্তর্জাতিক বিষয়: আত্মীয়-স্বজনইউএস বাংলাইউএস বাংলার বিমানডিএনএনেপালেবাংলাদেশের রাষ্ট্রদূতবিমান দুর্ঘটনাবিশেষ দোয়াবিশেষ ফ্লাইটমরদেহ শনাক্তে সময় লাগবে চার থেকে একুশদিন : রাষ্ট্রদূতরাষ্ট্রীয় শোকশুক্রবার বাদ জুমআ