বিন সালমানের নির্দেশেই জামাল খাশোগিকে হত্যা করা হয়: সিআইএ

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৮

ডেস্ক: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)।

সিআইএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, তুর্কি সরকারের পাঠানো রেকর্ডিং এবং অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। খবর সিএনএন’র।

সিআইএ কর্মকর্তারা বলেন, খাশোগি হত্যার মতো বড় রকমের একটি অপারেশন বিন সালমানকে না জানিয়ে করা হয়নি। বরং তার ব্যক্তিগত নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়।

তবে সিআইএ’র এমন দাবির পরও বিন সালমানের সম্পৃক্ততার বিষয়টি ফের অস্বীকার করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি সরকারের কঠোর সমালোচক জামাল খাশোগি বিয়ের জন্য কাগজপত্র সংগ্রহ করতে

গত ২ অক্টোবর ব্যক্তিগত কিছু কাগজপত্র তুলতে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে যান জামাল খাশোগি। এরপর থেকে নিখোঁজ হন তিনি।

শুরুতেই তুরস্ক দাবি করে আসছে সৌদি কর্তৃপক্ষই তাকে হত্যা করেছে। প্রথমে অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে সৌদি কর্তৃপক্ষ খাশোগি হত্যার কথা স্বীকার করে।

/আরএ

Comments