পাকিস্তানী সৈন্যের গুলিতে বিএসএফের সদস্য নিহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, মে ১৫, ২০১৮ আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর সীমান্তে পাকিস্তানী সৈন্যদের সঙ্গে সংঘর্ষে মঙ্গলবার (১৫ মে) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এক সদস্য নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান। ভারতের গ্রীষ্মকালীন রাজধানী জম্মু নগরী থেকে প্রায় ৫৩ কিলোমিটার দক্ষিণে সাম্বা সেক্টরে আইবির মাঙ্গু চাক সীমান্ত চৌকির কাছে উভয়পক্ষের মধ্যে গুলি ও গোলা বিনিময় হয়। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘পাকিস্তানী সৈন্যরা আজ রাত দেড়টার দিকে অস্ত্রবিরতি লংঘন করে বিএসএফ চৌকি লক্ষ্য করে গুলি চালায়। এতে এক বিএসএফের এক সদস্য আহত হয়।’ আহত সৈন্যকে দ্রুত হাসপাতালে পাঠানো হলে সেখানে সে মারা যায়। ভারতীয় সৈন্যরাও পাল্টা হামলা চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: