পক্ষপাতিত্বে ম্যাজিস্ট্রেটদের সতর্ক করলেন কমিশনার মাহবুব তালুকদার

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৮

একুশ ডেস্ক: আসন্ন একাদশ সংসদ নির্বাচনে কেউ শিথিলতা ও পক্ষপাতিত্ব করলে ১৯৯১ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে তিনি এই সতর্কতা জানান।

ইসি মাহবুব তালুকদার বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সরব উপস্থিতি চায় কমিশন। কিন্তু কেউ শিথিলতা ও পক্ষপাতিত্ব করবেন না। কেউ শিথিলতা ও পক্ষপাতিত্ব করলে ১৯৯১ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, এবারের নির্বাচনে একটাই স্বপ্ন, কোনো প্রার্থী যেন ভোটের মাধ্যমে নিজের জয় নিশ্চিত না করে জাতীয় সংসদে আসতে না পারেন।

আজ সোমবার শুরু হওয়া ম্যাজিস্ট্রেট ব্রিফ চলবে ১২ ডিসেম্বর বুধবার পর্যন্ত। ব্রিফ করবেন সিইসি ও অন্যান্য কমিশনাররা।

/আরএ

Comments