নোংরামি বন্ধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮

স্টাফ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে করা বিষেদাগার ও নোংরামি বন্ধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটি প্রত্যেক দেশে বিরাট সমস্যা হিসাবে দেখা দিয়েছে। সেখানে সামাজিক, পারিবারিক সমস্যা তৈরি হচ্ছে। বিভিন্ন ধরনের সমস্যা, পর্ন ইত্যাদি ছড়াচ্ছে। আমরা সে লক্ষ্যে উদ্যোগ নিয়েছি। সেগুলো প্রতিরোধ করতে এ আইন করেছি।

বুধবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার অভিজ্ঞতা জানাতে বুধবার এই সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী। তবে বরাবরের মতই সংবাদ সম্মেলনে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রসঙ্গ আসে এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকারপ্রধান।

সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন গণভবন থেকে এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করে।

/আরএ

Comments