দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯ ডেস্ক: দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেন তিনি। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানে দেশ বিদেশের অন্তত ৮ হাজার অতিথি অংশ নিয়েছেন। ১১ এপ্রিল থেকে ভারতের ১৭তম লোকসভা নির্বাচন শুরু হয়। ১৯ মে সপ্তম দফার ভোটের মধ্যদিয়ে ভোট পর্ব শেষ হলেও চূড়ান্তভাবে নির্বাচন কমিশন ২৩ মে ফলাফল ঘোষণা করে। এতে বিপুল ভোটে জয়লাভ করে বিজেপি। এএ/ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি