দূর্নীতির প্রমাণ মেলেনি, মুক্তি পাচ্ছেন নওয়াজ-মরিয়ম

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক: দূর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুক্তি পাচ্ছেন দূর্নীতির দায়ে কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার কন্যা মরিয়ম। আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের মুক্তির আদেশ দিয়েছে দেশটির হাইকোর্ট। নওয়াজ শরিফের আপিলের শুনানি করে বুধবার এ আদেশ দেওয়া। খবর বিবিসি।

২০১৫ সালে পানামা পেপার্স ফাঁসের পর জানা যায়, শরীফের সন্তানরা বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে। তদন্তে উঠে আসে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা তাদের সম্পদের হিসেব দিতে ব্যর্থ হয়েছেন।

এরপর দূর্নীতির মামলায় নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম দুইজনই দোষী সাব্যস্ত হন। পাকিস্তানের একটি আদালত নওয়াজকে ১০ বছর ও তার মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দেন। এরপর ১৩ জুলাই নওয়াজ ও তার মেয়ে লন্ডন থেকে দেশে ফিরলে তাদের গ্রেপ্তার করা হয়।

১২ সেপ্টেম্বর স্ত্রী কুলসুম নওয়াজের মৃত্যু হলে নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়মকে প্যারোলে মুক্তি দেয় পাকিস্তান সরকার।

/এমএম

Comments