জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৮

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কুরআন ফোরামের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার  অনুষ্ঠিত হলো ‘জাতীয় কুরআন প্রতিযোগিতা-২০১৮‘।

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীস্থ বধুয়া কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে সারা দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, রুহানী গ্রুপ বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্জ মাওলানা আবদুল আহাদ সালমান।

মুফতি সুলতান মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত  হাফেজে কুরআনদের নিয়ে এই জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারকের দায়িতাব পালন করেন যথাক্রমে শাইখ ক্বারী মাওলানা মু. ইউনুস ফারাজী ও হাফেজ মাওলানা মুঈন উদ্দীন।

তাছাড়া প্রধান বিচারকের দায়িত্বে ছিলেন মাদরাসাতুল কুরআন আল ইসলামিয়া, ঢাকা এর পরিচালক শায়খ ক্বারী মাও. ইলিয়াস লাহোরী।

অসংখ্য হাফেজে কুরআনের উপস্থিতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উদ্বোধনী বক্তব্য রাখেন গন্ধরাজ রিয়েল এস্টেট এর ম্যানেজিং ডিরেক্টর মুফতি শেখ মু. নুর-উন-নাবী। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাও. আতাউল্লাহ হোসাইনী।

অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে স্বর্ণপদক ও ক্রেষ্ট প্রদান করা হয়।

বিআইজে/

Comments