জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৮

একুশ ডেস্ক: আগামী ২ বছরের জন্য (২০১৯-২০২১) মেয়াদে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৯৩ ভোটের মধ্যে বাংলাদেশ পেয়েছে ১৭৮ ভোট।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সদস্যরা এই নির্বাচনে অংশ নেয়।

জানা যায়, জেনেভাভিত্তিক এই সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সদস্য হওয়ার জন্য বাংলাদেশ ছাড়াও নির্বাচিত হয়েছে বাহরাইন, ফিজি, ভারত ও ফিলিপাইন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশের এ বিজয়ে মানবাধিকারের বিভিন্ন সূচকে সামগ্রিক উন্নয়নের আন্তর্জাতিক স্বীকৃতি হলো। বিশেষ করে রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের পর তাদের দেখভালের দায়িত্ব পালনে বাংলাদেশের বর্তমান সরকারের ভূমিকার ইতিবাচক প্রতিফলন ঘটেছে বলে তিনি মন্তব্য করেছেন

উল্লেখ, ইউএনএইচআরসি এর ২০১৯-২১ সালের মেয়াদের জন্য নির্বাচিত হতে জাতিসংঘের সদস্যভূক্ত ১৯৩টি দেশের মধ্যে দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন ছিল বাংলাদেশের। এর আগে বাংলাদেশ ২০০৭-০৯, ২০১০-১২ এবং ২০১৫-১৭ মেয়াদে নির্বাচিত হয়েছিলো।

/আরএ

Comments