ছাত্রলীগের পদ হারালেন শোভন-রাব্বানী, দায়িত্বে নতুন মুখ

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯

বহু সমালোচনা আর বিতর্কের পর পদ হারালেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

সূত্র বলছে, আজ শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের শীর্ষ এই দুই নেতা প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগ পত্র তুলে দেন তারা।

গণভবন সূত্র বলছে, শোভন-রাব্বানীকে ছাঁটাইয়ের পর পদাধিকার বলে সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগঠনটি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আল নাহিয়ান খান জয়। অন্যদিকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। পাশাপাশি তাদের অল্প সময়ের মধ্যে সম্মেলন করতে বলা হয়েছে।

পদত্যাগ বা অপসারণের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। বৈঠক সূত্র বলছে, প্রধানমন্ত্রীর নির্দেশে শোভন-রাব্বানী সন্ধ্যায় গণভবন গিয়ে আওয়ামী লীগের সভানেত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরে সংবাদ সম্মেলন করবেন।

Comments