খুলনা চেম্বার অব কমার্স নির্বাচন; বিনা ভোট জয়ের পথে ২৪ জন

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, মে ১০, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২৪ জন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৪ টায় তিনটি ক্যাটাগরির ২৪টি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। সে অনুযায়ী বিকেল ৪টায় ২৪টি পদের বিপরীতে ২৪জন ব্যবসায়ী নেতৃবৃন্দের মনোনয়ন জমা পড়ে। বিকেল ৫টায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা ২৪টি মনোনয়নই বৈধ ঘোষণা করেন।

ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের ২৪টি পদের নেতৃবৃন্দ বিনা প্রতিদ্বন্দ‌িতায় নির্বাচিত হচ্ছেন।

২৪টি পদে যারা নির্বাচিত হচ্ছেন তারা হলেন- 

বাণিজ্যিক দলে- খুলনা ডিস্ট্রিক ইম্পোটার্স গ্রুপের স্বত্ত্বাধিকারী কাজী আমিনুল হক, খুলনা সিমেন্ট আমদানীকারক মালিক গ্রুপের গোপী কিষণ মুন্ধড়া, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপের ঠাকুর মো. শাহ্ আলম। সহযোগী সদস্য শ্রেণীতে- মো. মোস্তফা জেসান ভুট্টো, শেখ মো. গাউসুল আজম, মো. মনিরুল ইসলাম মাসুম, খান সাইফুল ইসলাম, মো. মাহবুব আলম, চৌধুরী মিনহাজ উজ জামান। সাধারণ সদস্য শ্রেণীতে- শেখ আসাদুর রহমান, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, এম এ মতিন পান্না, জেড এ মাহমুদ ডন, মো. মোশাররফ হোসেন, মো. সিরাজুল হক, শেখ আল্লামা ইকবাল তুহিন, মো. আবুল হাসান, মো. মফিদুল ইসলাম টুটুল, জোবায়ের আহমেদ খান জবা, কাজী মাসুদুল ইসলাম, এস এম ওবায়দুল্লাহ, দীপক কুমার দাস, মো. ইসলাম খান ও উজ্জ্বল কুমার গাঙ্গুলী।

এ ব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটি জানায়, গত ৫ মে চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন ক্রয় শুরু হয়। বৃহস্পতিবার (৯ মে) পর্যন্ত তিনটি ক্যাটাগরির মধ্যে বাণিজ্যিক দলে তিনজন, সহযোগী সদস্য শ্রেণিতে ছয়টি পদে ছয় জন ও সাধারণ সদস্য শ্রেণির ১৫টি পদে ১৫ জন মনোনয়ন জমা দেন। তবে চেম্বারের বর্তমান সিনিয়র সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান মনোনয়ন ক্রয় করলেও তিনি জমা দেননি। আগামী ১১ জুন খুলনা চেম্বারের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পরিচালনা পর্ষদের সাধারণ নির্বাচনের পর আগামী ১৫ জুন চেম্বার অব কমার্সের সভাপতি, ঊর্ধ্বতন সহ-সভাপতি ও দুইজন সহ-সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিনা ভোটে নির্বাচিত ২৪জন পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দই আগামী ১৫ জুন সভাপতি, ঊর্ধ্বতন সহ-সভাপতি ও সহ-সভাপতিদের ভোট দিয়ে নির্বাচিত করবেন।

নির্বাচন পরিচালনায় গঠিত তিন সদস্যের কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আইয়ুব আলী শেখ, সদস্য (অব.) পুলিশ সুপার শহিদুল আলম চৌধুরী এবং অ্যাডভোকেট এস এম আজমিরুল হামজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

উল্লেখ্য, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সদস্য শ্রেণিতে ১ হাজার ৪৩০জন ও সহযোগী সদস্য শ্রেণিতে ৭০৮জন ভোটার হয়েছেন। গত ২০১৭ সালেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ জন পরিচালক নির্বাচিত হয়েছিলেন। ভোট না হওয়ায় ব্যবসায়ীদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এমএম/

Comments