ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী দাবানলের ছবি তুলেছে নাসা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮ আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত তিনদিন যাবত জ্বলতে থাকা বিধ্বংসী দাবানলের ছবি তুলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার ওয়েবসাইটে প্রকাশ করা স্যাটেলাইট কতৃক গৃহিত ছবিগুলোতে দেখানো হয়েছে কিভাবে দ্রুত চারদিক ছড়িয়ে পড়ছে এই দাবানল। নাসার অসংখ্য ছবিতে দেখানো হয় প্রশান্ত মহাসাগরের তীর হতে ক্যালিফোর্নিয়ার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে যা ভেদ করে অগুনের লেলিহান শিখাও দেখা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া গত শুক্রবার নাসা তার টেরা উপগ্রহ দিয়ে ছবিগুলো সংগ্রহ করে ছাড়িয়ে দেয়। শেষ খবর পর্যন্ত জানা যায় অদ্যবধি ক্যাম্প ফায়ার নামের দ্রুতগামী দাবানলের প্রভাবে শুক্রবার সন্ধ্যা নাগাদ ৭০০০০ একজ জমি এবং ৬৪৫৩ টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ পর্যন্ত ৯ জনের প্রাণহানির খবরও পাওয়া গেছে যাদের মধ্যে ৪ জনের লাশ আগুন থেকে উদ্বার করা সম্ভব হয়নি। সূত্র জানায়, ইতোমধ্যে সেখানকার ৭৫০০০ বাড়ির বাসিন্দাদের স্থানান্তর করে লস এঞ্জেলেসে সরিয়ে নেয়া হয়েছে যা সেখানকার মোট জনবসতির ৭৫ ভাগ শতকরা। বিআইজে/ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী দাবানলের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে নাসা