কাবুলে মুসলিম স্কলারদের অনুষ্ঠানে বোমা, নিহত ১২ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জুন ৪, ২০১৮ স্টাফ রিপোর্টার : আফগানিস্তানের রাজধানী কাবুলে মুসলিম স্কালারদের একটি অনুষ্ঠানে আত্মঘাতি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২জন মারা গেছেন, আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস বলেন, ‘সোমবারের এ হামলায় আন্তত ১২ জন মারা গেছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে।’ তিনি আরও বলেন, ‘সম্মেলনস্থল কাবুলের পলেটেকনিক ইউনিভারসিটির গেইটে হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে আত্মঘাতী বোমা হামলা করে।’ আল জাজিরার প্রতিবেদনে বল হয়েছে, গোটা আফগানিস্তান থেকে আলেমরা পলেটেকনিকে এসে জড়ো হয়েছিল মূলত; আত্মঘাতি বোমা হামলার ব্যাপারে ইসলাম কী বলে সেই ফাতওয়া দিতে। ইসলামিক স্কলাররা এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে আত্মঘাতি ইসলাম সম্মত নয়। তবে এ হামলা দায় এখনো কেউ স্বীকার করেনি। সম্প্রতি দেশটিতে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, পুলিশ ও সেনা ক্যাম্পে লক্ষ করে আত্মঘাতি করছে সন্ত্রাসীরা। #একুশনিউজ/এএইচ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: