ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ১৫ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯ ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার উপকূলবর্তী জাভা দ্বীপে একটি যাত্রীবাহী ফেরিডুবি হয়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত আরও কমপক্ষে ৩১ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) জাভা পুলিশ গণমাধ্যমে এই ফেরি ডুবিতে হতাহতের সর্বশেষ এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করে। পূর্ব জাভা দ্বীপের পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং ম্যানগেরাকে উদ্ধৃতি করে ‘জাকার্তা পোস্ট’ জানায়, ‘সোমবার (১৭ জুন) স্থানীয় সময় রাতে ফেরিটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। দুর্ঘটনার সময় এতে ৫০ জনের মতো আরোহী ছিলেন। যাত্রার এক পর্যায়ে পার্শ্ববর্তী মাদুরা দ্বীপের কাছে গেলে ফেরিটি তীব্র ঢেউয়ের কারণে উল্টে যায়।’ পুলিশের এ মুখপাত্র আরও বলেন, ‘মঙ্গলবার সকালে তল্লাশি ও উদ্ধারকারী দলের সদস্যরা অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ১৩টি মরদেহ উদ্ধার করেন। তাছাড়া এখন পর্যন্ত জীবিত আরও কমপক্ষে ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়।’ এতে এখনও বেশ কয়েকজন নিখোঁজ থাকায় উদ্ধারকারী দলের সদস্যরা তাদের অভিযান অব্যাহত রেখেছে বলে দাবি পূর্ব জাভা পুলিশের এ কর্মকর্তার। এর আগে গত বছর দেশটির সুমাত্রা দ্বীপে বিশ্বের সবচেয়ে গভীর হ্রদের মধ্যে একটি যাত্রীবাহী ফেরি ডুবে ১৬০ জনের বেশি লোকের মৃত্যু হয়। তাছাড়া ২০০৯ সালে সুলভেসি ও বোর্ণো দ্বীপপুঞ্জের মধ্যবর্তী অঞ্চলে আরও একটি ফেরি ডুবে অন্তত তিন শতাধিক লোকের মৃত্যু হয়েছিল। এসকে/ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: ইন্দোনেশিয়ায়