ইতালির সরকার থেকে সালভিনির বিদায়, কনতে আবারো প্রধানমন্ত্রী হচ্ছেন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯ মোল্লা মনিরুজ্জামান মনির,ইতালী প্রতিনিধিঃ ইতালীর ইতিহাসে বরাবরই মানবতার জয় হয় কারন ইতালীয়ান সাধারন জনগন সবসময়ই অত্যন্ত মানবিক, তাদের মধ্যে মানবতার কমতি নেই । সেই ধারাবাহিকতায় ইতালীর পার্লামেন্ট থেকে বিদেশী বিরোধী স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনির বিদায় ঘুরতে যাচ্ছে সরকার থেকে। এবার তাকে বসতে হবে বিরোধী দলের আসনে। স্বরাষ্ট্রমন্ত্রি মাত্তেও সালভিনি প্রধানমন্ত্রীকেঅনাস্থা প্রস্তাব দেয়ার হুমকি দেয়ায় তিনি পদত্যাগের ঘোষণা দেন। ফলে ইতালির রাজনীতিতে তৈরি হয় জটিলতা। সংসদে সংখ্যাগরিষ্ঠ দল ফাইভ স্টার মুভমেন্ট অবশেষে মধ্য বামপন্থী দল ডেমোক্রেটিক পার্টির সাথে সমঝোতায় আসে। ফলে নতুন সরকার গঠনে রাষ্ট্রপতির সামনে কোনো বাধা থাকছে না। এই উভয় দল মিলে সংসদে প্রায় ৫৫ ভাগ ভোটের অধিকারী এই দুই দলের সমঝোতা না হলে অবশ্যই আগামী নভেম্বরে নির্বাচনের দিকে যেতো ইটালি ।তাতে ইতালির জনপ্রিয় নেতা লেগানর্থের সালভিনির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল। প্রচন্ড বিদেশি বিরোধী হিসেবে পরিচিত এই সালভিনি স্বরাষ্ট্র মন্ত্রী থাকাকালে বেশকিছু প্রবাসী বিরোধী আইন প্রণয়ন করেন। যাহোক সবকিছু মিলিয়ে প্রবাসীদের জন্য অবশ্যই ভালো কিছু হবে এটাই প্রত্যাশা করছেন ইতালি প্রবাসী কমিউনিটির নেতারা।আরও একটি পজিটিভ দিক হচ্ছে মাত্তেও সালভিনির সিকিউরিটি বাড়ানোর অযুহাতে বিদেশী বিরোধী আইনটি নতুন সরকার বাতিল করবে বলে উল্লেখ করেন যা বাস্তবায়ন হলে সকল প্রবাসীরাই উপকৃত হবেন। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: