আলোচনা করে নির্বাচনকালীন সরকার গঠনসহ খালেদার মুক্তি দাবি বিএনপির

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮

স্টাফ রিপোর্টার: সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আগামী একাদশ সংসদ নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে বিএনপি।

রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ থেকে এ আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়ে বিএনপি। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করারও আহ্বান জানানো হয়েছে জনসভা থেকে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা বলেছেন বিএনপিকে অচল করে দেবেন। আমি বলবো, এমনভাবে বিদায় করা হবে যে আপনারা চীনা বাদাম খাওয়ারও সময় পাবেন না।

আওয়ামী লীগের আরেক নেতার মন্তব্য তুলে ধরে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘আওয়ামী লীগ কোনদিন শুনবেন আজিমপুর গোরস্থানও দখল করে নেবে। এই অবৈধ সরকারকে চরম পরিণতি ভোগ করতে হবে।

মঈন খান বলেন, আওয়ামী লীগ ১৯৭৫ সালেই গণতন্ত্রের কবর রচনা করেছে। পুনরায় ২০১৪ সালে ‘ভোটারবিহীন নির্বাচনের’ মাধ্যমে গণতন্ত্রকে পুরোপুরি হত্যা করেছে। এজন্য তাদের চরম মূল্য দিতে হবে। এই সরকারকে বিদায় করতে গণতন্ত্রকামী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

/এমএম

Comments