আজও কেন্দ্রীয় কারাগারে বসেছে খালেদার বিচারিক আদালত

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৮

স্টাফ রিপোর্টার: খালেদা জিয়ার বিচারে আজও কেন্দ্রীয় কারাগারে বসছে আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজ বুধবার দিন ধার্য রয়েছে।

আজ সকাল ১০টা ৮ মিনিটে বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া কেন্দ্রীয় কারাগারের ভেতর প্রবেশ করেন। এ সময় তিনি বলেন, খালেদা জিয়ার সিনিয়র কোনো আইনজীবী আজ আসবে না। তার আইনজীবী হিসেবে আমি এসেছি। আল্লাহ ভরশা দেখা যাক কী হয়।

প্রসঙ্গ, খালেদা জিয়ার বিচার কার্যক্রম পরিচালনার জন্য গত ৫ সেপ্টেম্বর পুরনো কেন্দ্রীয় কারাগারে আদালত স্থাপণ করা হয়। বিএনপি কারাগারে আদালত স্থাপনের প্রতিবাদ করে আসছে।

এ নিয়ে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বিএনপির আইনজীবীদের এক বৈঠক হয়। বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তবে একটি সূত্র জানায়, কারাগারে আদালত স্থানান্তর নিয়ে ইতোমধ্যে খালেদা জিয়ার আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে একটি আবেদন দাখিল করেছেন। বৈঠকের পূর্বে আজ সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গেও বিএনপিপন্থি আইনজীবীরা সাক্ষাৎ করবেন।

/এমএম

Comments