সু’চির সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের বৈঠক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, মে ১, ২০১৮ আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ সফর শেষে মিয়ানমার গেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল। গতকাল সোমবার বিকেলে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্ঠা অং সান সু চির সঙ্গে তারা দেখা করেন। দেশটির তথ্য আলোকচিত্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়। জানা যায়, আজ মঙ্গলবার এই প্রতিনিধিদলটি হেলিকপ্টারে করে দেশটির রাখাইন রাজ্য পরিদর্শন করার কথা। যেই অঞ্চলে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন চালানো হয়। বাংলাদেশ সফরকালে এ দেশে অবস্থানরত রোহিঙ্গারা কূটনীতিকদের সঙ্গে তাদের ভয় শংকার কথা জানান। এরই পরিপ্রেক্ষিতে আজ তারা রাখাইন রাজ্য পরিদর্শনে যাবেন। কূটনীতিকেরা জানান, রোহিঙ্গারা ফিরে যাওয়ার আগে মিয়ানমারকে ফিরে যাওয়া রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গতকাল সোমবার মিয়ানমার সফরে যাওয়ার আগে এই কূটনীতিকেরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখা হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন। গত আগস্টের পর থেকে মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যকে ঘেরাও করে রাখে। দর্শনার্থী, সাংবাদিক এবং বিভিন্ন সহযোগী সংস্থার জন্য অঞ্চলটি নিষিদ্ধ রাখা হয়েছে। নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তন এবং বৈষম্য দূর করার কথা জানিয়েছে। কিন্তু এখন পর্যন্ত উত্তর রাখাইনে পরিষদকে প্রবেশাধিকার দেওয়া হয়নি। ইয়াঙ্গুনের বিশ্লেষক ডেভিড মেথিসন এই সফরকে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি এই সফরের কূটনৈতিক সাফল্য আশা করেন। রোহিঙ্গা ইস্যুতে পরবর্তী সম্ভাব্য আন্তর্জাতিক চাপ এড়াতেই অং সান সু চি এই সহযোগী মনোভাব দেখাচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন। /এমএম Comments SHARES আন্তর্জাতিক বিষয়: জাতিসংঘ প্রতিনিধি দলসু’চির সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের বৈঠক