মীর মশাররফ হোসেনের ১৭১ তম জন্মবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

অনিক সিকদার, বালিয়াকান্দি, রাজবাড়ী: আজ মঙ্গলবার একবিংশ শতাব্দীর মুসলিম প্রতিভা কালজয়ী উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭১তম জন্মবার্ষিকী।

১৮৪৭ সালের ১৩ নভেম্বর এই দিনে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গৌরী নদীর তীরে লাহিনীপাড়ায় বাবা সৈয়দ মীর মুয়াজ্জম হোসেন ও মা দৌলতন নেছার ঘরে তিনি জন্মগ্রহণ করেন।

১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর এখানেই মহান এই মনীষীকে সমাহিত করা হয়।

মঙ্গলবার দিবসটি উপলক্ষে মীরের সমাধীস্থল রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে উপজেলা প্রশাসন ও ১৫ নভেম্বর বৃহস্পতিবার বাংলা একাডেমি দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।

‘উদাসী পথিকের মনের কথা’ (১৮৯০), ‘গাজী মিয়ার বস্তানী’, ‘জমিদার দর্পণ’ (১৮৭৩), আত্মকাহিনীমূলক রচনাবলী ‘আমার জীবনী’, ‘বিবি কুলসুম’ (১৯১০), সহ বিভিন্ন গল্প, উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধ ও ধর্ম বিষয়ক ৩৭ টি বই লিখে বাংলা সাহিত্যে তার অমর সৃষ্টি রেখে যান মীর মশাররফ হোসেন।

/আরএ

Comments