ঢাকা, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাকি তিন বাংলাদেশির মরদেহ ঢাকায় আসছে আজ

প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০১৮

একুশনিউজ : নেপালে বিমান দুর্ঘটনায় নিহত বাকি তিন বাংলাদেশির মরদেহ আজ বৃহস্পতিবার ঢাকায় নিয়ে আসা হচ্ছে ।

নেপালে নজরুল ইসলাম ও আরিফুজ্জামানের জানাজা শেষে আজ ঢাকায় আনা হচ্ছে । নেপালে তাদের জানাজা সম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগেই । আর পিয়াস রায়ের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।

এর আগে, নিহত ২৬ বাংলাদেশি মধ্যে মরদেহ শনাক্ত হওয়ার পর গত সোমবার ২৩ বাংলাদেশির লাশ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, বিমান দুর্ঘটনায় নিহত বাকি তিন বাংলাদেশি নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের পরিচয় শনাক্তের পর তাদের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।

তিনি আরও বলেন, তাদের মরদেহ দেশে ফেরত পাঠাতে এখন আর কোনো বাধা নেই। এ ব্যাপারে ইউএস বাংলার সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা লাশগুলো দেশে নেয়ার বিষয়ে কাজ সম্পন্ন করেছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়।

/এসআর

Comments

মতামত জরিপ

একুশ নিউজের নতুন ভার্সন আপনার কেমন লেগেছে?

এই বিভাগের সর্বশেষ