ফ্রান্সে জিম্মি সংকটের অবসান, হামলাকারীসহ নিহত ৩

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৮

একুশ নিউজ ডেস্ক : ফ্রান্সের দক্ষিণ-পশশ্চিমাঞ্চলে পার্বত্য শহর কারাকাসোনের অদূরে ছোট্ট শহর ত্রেবেসের এক সুপার মার্কেটে জিম্মি সঙ্কটের নাটকীয় অবসান ঘটেছে পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যুর মধ্যে দিয়ে।

প্রাথমিকভাবে হামলাকারীকে মরোক্কোর নাগরিক বলে ধারণা করছে পুলিশ। হামলাকারীর ব্যাপারে বিস্তারিত কোন তথ্য বা কোনো ছবি পাওয়া যায়নি। তবে উগ্রবাদী আদর্শে উদ্বুদ্ধ হওয়ায় পুলিশের তালিকায় তার নাম ছিল।

বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায় আজ স্থানীয় সময় ১১টার ভারী অস্ত্র ও গ্রেনেড নিয়ে ওই সুপার মার্কেটে প্রবেশ করে হামলাকারী নিজেকে ইসলামিক স্টেটের (আইএস) অনুগত বলে দাবি করে এবং মার্কেটের ভেতরে ঢুকেই অন্তত আটজনকে জিম্মি করে। তার হামলায় অন্তত দু’জন নিহত হওয়ার খবর জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তবে কোনো কোনো সংবাদ মাধ্যম তিনজন নিহত হওয়ার খবর দিচ্ছে।

হামলার পর ফ্রান্সের কাউন্টার টেরোরিজম পুলিশের পাল্টা হামলায় দুপুর পৌনে ২টা নাগাদ হামলাকারী নিহত হয়। এতে পুলিশসহ অন্তত ১২ জন আহতের খবর জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী একজন গণমাধ্যমকে জানিয়েছেন, আনুমানিক ৩০ বছর বয়সী সশস্ত্র হামলাকারী নিজেকে ইসলামিক স্টেটের (আইএস) অনুগত বলে চিৎকার করছে ও ‘সিরিয়ায় হামলার প্রতিশোধ’ বলে স্লোগান দিচ্ছে।

ঘটনাটিকে ‘গুরুতর’ বলে অভিহিত করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপ।

সাড়ে তিন ঘণ্টার রূদ্ধশ্বাস এই ঘটনাপ্রবাহের সূচনা হয় বিশ্ব ঐতিহ্যের অংশ প্রাচীন পর্যটন শজর কারকাসোনে, যেখানে ওই হামলাকারী এক যাত্রীকে হত্যা এবং চালককে আহত করে একটি গাড়ি ছিনতাই করে।

কাছেই জগিং করতে থাকা এক পুলিশ সদস্যদের দিকেও গুলি করে ওই হামলাকারী। সেখানে এক পুলিশ আহত হন।

ওই গাড়ি নিয়ে আট কিলোমিটার রাস্তা পেরিয়ে হামলাকারী উপস্থিত হয় পাশের ত্রেবেস শহরের সুপার ইউ নামের একটি সুপারমার্কেটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় রয়টার্স জানিয়েছে, আল্লাহু আকবার ধ্বনিয়ে দিয়ে হামলাকারী ওই সুপারমার্কেটে ঢোকে এবং ভেতরে থাকা ক্রেতা ও কর্মীদের জিম্মি করে। সেখানে অন্তত দুইজন তার হাতে খুন হয়।

পরে ৪৫ বছর বয়সী একজন লেফটেন্যান্ট কর্নেল নিজের বিনিময়ে অন্য জিম্মিদের মুক্ত করেন। আর হামলাকারীর মৃত্যু হয় মাথায় পুলিশের গুলি নিয়ে।

#একুশ নিউজ/এসআর

Comments