ফিলিপাইনে ভূমিধসে নিহত ২২ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৮ আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের চেবু প্রদেশে ভূমিধসে অন্তত ২২ জন নিহত হয়েছে। টানা বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে দুটি পাহাড়ি গ্রামের বেশ কিছু ঘরবাড়ি চাপা পড়ে গেছে। সেগুলোতে এখনো বহু মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া অনেকেই মোবাইল ফোন থেকে বার্তা পাঠিয়ে তাদের বাঁচানোর আকুতি জানিয়েছে। উদ্ধারকারীরা ইতোমধ্যেই চাপা পড়া বাড়ি ঘর থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করেছে। ফিলিপাইন ও চীনে গত সপ্তাহে আঘাত হেনেছে প্রায় ২০০ কিলোমিটার গতিসম্পন্ন ঘূর্নিঝড় মাংখুট। এটি সরাসরি এ এলাকায় আঘাত না হানলেও এর প্রভাবে সেখানে গত সপ্তাহ থেকে টানা বৃষ্টি হচ্ছে। এ ঘটনার পর ছয় শতাধিক পরিবারকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ ঘোষণা করে স্থানীয় প্রশাসন আগেই ওই এলাকার লোকজনদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে। /এমএম Comments SHARES আন্তর্জাতিক বিষয়: ফিলিপাইনে ভূমিধসে নিহত ২২