দ.কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের আরও ৮ বছরের সাজা

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক: গুপ্তচর সংস্থার কাছ থেকে অবৈধ অর্থ গ্রহণের দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হাই-কে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

শুক্রবার তাকে এই দণ্ড দেয় আদালত।সিউলের কেন্দ্রীয় ডিস্ট্রিক কোর্টের নথি অনুযায়ী, জাতীয় নিরাপত্তা সংস্থার কাছে থেকে প্রায় ৩শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৬৬ বছর বয়সী পার্কে ৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। তবে সংসদীয় নির্বাচনে প্রার্থী নির্বাচনে তার অনুচিত সংশ্লিষ্টতার অভিযোগে তাকে অতিরিক্ত আরও ২বছরের সাজা যোগ করা হল।

শুক্রবার পার্ককে আদালতে হাজির করা হলে কোনও ধরনের অনুচিত কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন তিনি।

এপ্রিল মাসে দেশের নিম্ন আদালত পার্ককে আলাদা ভাবে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে ২৪ বছরের কারাদণ্ড দেয়। তার বিরুদ্ধে ঘুষ, ক্ষমতার অপব্যবহার এবং বলপ্রয়োগ করার মত অপরাধে অভিযোগও রয়েছে।

#এএইচ

Comments