খাশোগি হত্যার সব সত্য প্রকাশ করা হবে: এরদোগান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮ ডেস্ক: সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে সব সত্য প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এ ক্ষেত্রে কোন ধরণের রাখঢাক করা হবে না বলেও তিনি জানিয়েছেন। রোববার এরদোগান বলেছেন, আগামী মঙ্গলবার এ বিষয়ে তিনি নতুন একটি বিবৃতি দিবেন। নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন। গত ২ অক্টোবরে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর তিনি আর বেরিয়ে আসেননি। সৌদি আরব প্রথমে দাবি করেছিলো, খাশোগি কাজ শেষে কনস্যুলেট থেকে বের হয়ে গেছেন। আন্তর্জাতিক চাপের মুখে প্রায় তিন সপ্তাহ পর গত শুক্রবার সৌদি আরব স্বীকার করেছে, কনস্যুলেটের ভেতরেই নিহত হয়েছেন খাশোগি। রাষ্ট্রীয় এটর্নিজেনারেলের বরাতে বিবৃতিতে, হাতাহাতির ঘটনায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়। গতকাল ইস্তাম্বুলে দেয়া এক ভাষণে তুর্কি প্রেসিডেন্ট বলেন,আগামী মঙ্গলবার দলীয় বৈঠকে তিনি এ বিষয়ে ‘খোলামেলা’ সত্য প্রকাশ করবেন। /আরএ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: খাশোগি হত্যার সব সত্য প্রকাশ করা হবে: এরদোগান