খালেদা জিয়ার স্বাস্থ্য ভালো নয়, আমরা খুবই উদ্বিগ্ন: মির্জা ফখরুল

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য খুব একটা ভালো নয়।

শুক্রবার বিকেলে খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ওনার (খালেদা জিয়া) অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই আমরা খুব উদ্বিগ্ন ছিলাম। তার স্নায়ুসংক্রান্ত সমস্যা বেড়ে যাওয়ার পাশাপাশি ওনার হাঁটুতেও খুব কষ্ট হয়। তার চিকিৎসার জন্য ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে কারাফটকে যান মির্জা ফখরুল ইসলাম। পরে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করেন। কারা সূত্র জানায়, কারা কর্তৃপক্ষের অনুমতির পর মির্জা ফখরুল কারাগারের ভেতরে প্রবেশ করেন।

উল্লেখ্য, গত ৭ মার্চ মির্জা ফখরুলসহ বিএনপির স্থায়ী কমিটির সাত নেতা খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করার সুযোগ পেয়েছিলেন।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে খালেদা জিয়া নাজিম উদ্দিন রোডের কারাগারে রয়েছেন।

#একুশ নিউজ/এএইচ

Comments