ওমরা পালনে ফি নেবে না সৌদি
আন্তর্জাতিক ডেক্স: পবিত্র ওমরা পালনে কোনো ফি লাগবে না বলে জানিয়েছে সৌদি হজ্ব মন্ত্রণালয়।মুসলিম উম্মাহকে হজ্ব পালনে উদ্বুদ্ধ করতে সৌদি মন্ত্রণালয় এমন ঘোষণা দিয়েছে।
ওমরা পালন করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পবিত্র মক্কা নগরীতে আসতে হয়।আর ওমরা ভিসার জন্য পরিশোধ করতে হয় নির্ধারিত ফি।এখন আর সে ফি পরিশোধ করতে হবে না।
ফলে বাংলাদেশিরা ৬৫ থেকে ৬৮হাজার টাকা ব্যয়েই ওমরা পালন করতে পারবেন।