ইস্তাম্বুল জলপথ একটি কৌশলগত প্রকল্প: এরদোগান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, জুন ৮, ২০১৮ আন্তর্জাতিক ডেস্ক : ইস্তাম্বুল জলপথকে (ক্যানেল) একটি ‘কৌশলগত প্রকল্প’ হিসেবে বর্ণনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। নির্মাণাধীন এই জলপথটি মারমারা সাগর ও কৃষ্ণ সাগরকে সংযুক্ত করবে। বৃহস্পতিবার ‘সিএনএন টার্ক’ এবং ‘কানাল ডি’ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এরদোগান এসব কথা বলেন। অনুষ্ঠানে এরদোগান বিরোধীদের দোষারোপ করে বলেন, ২৪ জুনের নির্বাচনের আগে শুধুমাত্র তার জাস্টিজ এন্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) ভোটারদের জন্য ‘বাস্তব পরিকল্পনা ও প্রকল্পের’ প্রস্তাব করেছে। এসব প্রকল্পের উদাহরণ হিসাবে তিনি ইস্তাম্বুল জলপথকে ইঙ্গিত করেন। এরদোগান বলেন, ‘জলপথটির নির্মাণ সম্পন্ন হলে বসফরাস প্রণালিতে জাহাজের চাপ অনেক কমে যাবে। ঐতিহাসিক সমুদ্রপথটিপথটিতে জাহাজ দুর্ঘটনার ঝুঁকিও অনেক হ্রাস পাবে। তিনি বলেন, ‘এটি একটি কৌশলগত প্রকল্প, এটি আনন্দদানের জন্য করা হয় নি। এছাড়াও, ইস্তাম্বুল নগরের পুনর্গঠনে একটি রিজার্ভ এলাকা হিসেবে আমরা ইস্তাম্বুল জলপথের দুই পাশকে ব্যবহার করব।’ এরদোগান আরো বলেন, ‘শহরের কেন্দ্রস্থলের কাছাকাছি ঝুঁকিপূর্ণ, পুরনো ভবনগুলি ভেঙে দেওয়া হবে এবং এসব ভবনের মালিকদের জন্য জলপথের কাছে নতুন বাসস্থান নির্মাণ করা হবে।’ প্রধান বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রেসিডেন্ট প্রার্থী, মুহাররেম ইন্সকে ইঙ্গিত করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘বিরোধীদলগুলো কি এ ধরনের প্রকল্পের প্রস্তাব করছে? না, তারা এসব বিষয়ে কথা বলছে না। তারা কেবল সুখ এবং শান্তির প্রতিশ্রুতি দিচ্ছেন, যা শুধুমাত্র একটি ইচ্ছা হতে পারে। তাদের এই ইচ্ছাগুলো কিভাবে বাস্তবায়িত হবে সেব্যাপারে তারা কোনো ব্যাখ্যা দিচ্ছেন না।’ তিনি বলেন, ‘তারা বলছেন যে তারা নির্বাচিত হলে প্রেসিডেন্ট প্রাসাদকে ধ্বংস করবেন। আপনার নেতাও (কেমল কিলিদডারগ্লু) একই কথা বলেছিলেন। তারপর তিনি নিজ ইচ্ছাতেই রাজপ্রাসাদে এসেছিলেন। কিন্তু আপনার সম্ভবত প্রাসাদে আসার সুযোগ হবে না।’ সূত্র: হুরিয়েৎ ডেইলি নিউজ #এএইচ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: