ইবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থীদের বিশাল জয় নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৮ ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০১৯ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আওয়ামীলীগপন্থী শিক্ষকদের সংগঠন ‘শাপলা ফোরাম’ জয়ী হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বেলা ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।এতে মোট ৩৫০ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪টি ভোট বাতিল হয়। সন্ধ্যা ৭ টায় নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. সোলায়মান রহমান। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ,মহান মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রগতিশীল আওয়ামীলীগপন্থী শিক্ষকদের সংগঠন ‘শাপলা ফোরাম’ এবং বিএনপি-জামায়াত পন্থী শিক্ষকদের সংগঠন ‘গ্রীন ফোরাম’ পৃথক প্যানেলে ১৫টি পদে মোট ৩০ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগ পন্থী শিক্ষকদের সংগঠন ‘শাপলা ফোরাম’ এর সভাপতি পদে ১৭৬ ভোট পেয়ে অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ২১৮ ভোট পেয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বিজয়ী হয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ. এইচ. এম. আক্তারুল ইসলাম (২০০ ভোট), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হােসেন (১৯৭ ভোট) এবং কোষাধ্যক্ষ পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান (২০৫ ভোট) নির্বাচিত হয়েছেন। এছাড়া ১০টি সদস্য পদে ড. মোঃ জাকারিয়া রহমান (ব্যবস্থাপনা বিভাগ, ১৯০ ভোট), ড. মোঃ আনোয়ার হোসেন( ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ১৮৬ ভোট), প্রক্টর ড. মোঃ মাহবুবর রহমান (ইইই, ১৮৭ ভোট), ড. তপন কুমার জোদ্দার (ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ১৭৫ ভোট), ড. মোঃ রেজওয়ানুল ইসলাম (বায়োটেকনোলজি এন্ড জেনেটিকইঞ্জিনিয়ারিং, ১৮৫ ভোট), ড. মোহাঃ মেহর আলী ( ইংরেজি বিভাগ, ১৯৭ ভোট), ড. মোঃ মাহবুবুল আরিফন (ব্যবস্থাপনা বিভাগ, ২০৪ ভোট), ড. শাহাদাৎ হোসেন আজাদ (ইংরেজি বিভাগ, ১৯০ ভোট), জনাব মোঃ মিজানুর রহমান (গণিত বিভাগ, ১৮০ ভোট), এবং জয়শ্রী সেন( কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ১৯১ ভোট ) বিজয়ী হয়েছেন। উল্লেখ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দ্বিতীয়বারের মতো আওয়ামীপন্থী শিক্ষকদের পূর্ণ প্যানেলে জয়লাভ করলো। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: ইবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থীদের বিশাল জয়