সকলে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: মির্জা ফখরুল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৯ মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা সঠিক পথেই আছি। আমরা জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে চাই। সেই সঙ্গে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গড়তে চাই। সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে এবং সংগ্রাম করে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। রবিবার ১৬ জুন সন্ধ্যায় ঠাকুরগাঁও রুহিয়া থানা বিএনপির আয়োজনে আবু নূর চৌধুরীর মিল মাঠে অনুষ্ঠিত এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এই সংসদ অবৈধ সংসদ এই সংসদ জনগনের ভোটে নির্বাচিত হয়নি, আমার আপনার ভোট কেড়ে নিয়েছে। বিএনপি একটি গনতান্ত্রিক দিল, আমরা বন্দুক পিস্তল নিয়ে দাড়াইনা, আমরা জনগনকে সংঙ্গে নিয়ে যাই। আমরা সঠিক পথে আছি, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাই এবং গণতন্ত্রকে পুন:প্রতিষ্ঠা করতে চাই। তিনি আরো বলেন, আজকে ধানের দাম নেই, কেন এই অবস্থা? এই সরকার কৃষকদের কথা ভাবে না, জনগণের কথা ভাবে না। যদি কৃষকদের নিয়ে ভাবতো তাহলে আজ সকলে এভাবে হতাশ হতো না। সরকার শুধু ভাবে কী করে নিজেদের পকেট ভরা যায়। রুহিয়া থানা বিএনপি’র আহবায়ক আনছারুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারন সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ অন্যান্য নেতাকর্মীরা। ঠাকুরগাঁও জেলার প্রত্যেক উপজেলা ও পৌরসভায় কর্মী ও আলোচনাসভা করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ এমএম/ Comments SHARES শীর্ষনিউজ বিষয়: মির্জা ফখরুল