ভালুকায় বিস্ফোরণে ১ জন নিহত : আহত তিনজন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০১৮ একুশনিউজডেস্ক : ময়মনসিংহের ভালুকা উপজেলার হাবিব বাড়ি ইউনিয়নের মাষ্টার বাড়ি এলাকায় ৬ তলা ভবনের ৩তলায় রাত ১টায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে । এতে ১ জনকে নিহত অবস্থায় পাওয়া গেছে এবং তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে । শনিবার রাত ১টার দিকে ভালুকার জামিরজিয়া মাস্টারবাড়ি এলাকায় আর এস টাওয়ার নামের একটি ছয় তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে ওই ফ্লোরের দুটি দেয়াল ভেঙে পড়ে। জানালার কাচ ও পার্টিশন ভেঙে চুরমার হয়ে যায়। একটি জানালার গ্রিল বিস্ফোরণের ধাক্কায় ছিটকে পড়ে দূরে। জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানিয়েছেন,‘বিস্ফোরণে ভেতরের সবকিছুই চুরমার হয়ে গেছে। এটা বোমা হতে পারে আবার গ্যাস সিলিন্ডার থেকেও হতে পারে। আমরা এখনই নিশ্চিত করে বলতে পারছি না।’ ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সদস্যরা এসে কাজ শুরু করেছেন জানিয়ে তিনি বলেন,‘তাদের কাজ শেষ হলে বিস্ফোরণের কারণ হয়ত বোঝা যাবে।’ বিস্ফোরণে নিহত তৌহিদুল ইসলাম ওরফে তপুর লাশ এখনও ঘটনাস্থলেই আছে। গুরুতর আহত শাহীন, হাফিজ ও দীপ্ত সরকারকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, হতাহত চারজনই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। একটি টেক্সটাইল মিলে ইন্টার্ন করতে তারা ভালুকায় এসে গত ১০ মার্চ আর এস টাওয়ারের তৃতীয় তলার ওই বাসা এক মাসের জন্য ভাড়া নেন। নতুন তৈরি করা ওই ভবনের মালিক আব্দুর রাজ্জাক (৫২) ঝুট কাপড়ের ব্যবসা করেন এবং তিনি থাকেন ঢাকায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে র্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম জানিয়েছেন। ফায়ার সার্ভিসের ভালুকা স্টেশনের ইনচার্জ রেজাউর রহমান জানান, ওই ভবনে বিকট শব্দে বিস্ফোরণের খবর পেয়ে তাদের কর্মীরা সেখানে যান। তৃতীয় তলার একটি ফ্ল্যাটে একজনের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়। আর এস টাওয়ারের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন এই ভবনে ছয় তলায় মোট ৪২টি ফ্ল্যাট রয়েছে। তবে সবগুলোর কাজ শেষ না হওয়ায় বেশিরভাগ ফ্ল্যাটে এখনও ভাড়াটে ওঠেনি। বাসায় গ্যাসের লাইন না থাকায় সিলিন্ডারের গ্যাস দিয়ে রান্নার কাজ চালাতে হয়। ভবনের পতুর্থ তলার বাসিন্দা এক নারী জানান,রাতের বেলায় বিকট শব্দ শুনে আমরা ভাবছি ডাকাত। তাড়াহুড়ো করে নেমে দেখি তিন তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। ওখান থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। পরে লোকজন এসে তাদের উদ্ধার করে। পাশের একটি ভবনের বাসিন্দা আবু বকর সিদ্দিকী বলেন, বিস্ফোরণের শব্দ পেয়ে তিনিও বাইরে এসে ধোঁয়া দেখেন। পরে ওই ফ্ল্যাটে গিয়ে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সহযোগিতায় পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়। আবু বকর বলেন, ওই ফ্ল্যাটের চার যুবক এলাকায় নতুন এসেছে এবং তারা বিশ্ববিদ্যালয়ে পড়ে বলে তিনি শুনেছেন। তবে তাদের সম্পর্কে তেমন কিছু জানেন না। এদিকে ময়মনসিংহের র্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শরিফুল ইসলাম জানিয়েছেন, শরীরের পঞ্চাশ শতাংশ জ্বলসে যাওয়া তিন তরুণই খুলনা ইউনিভার্সিটি অব টেকনোলজি (কুয়েট)এর শিক্ষার্থী । স্থানীয়রা জানিয়েছেন, দশদিন আগে কুয়েটের ৪ শিক্ষার্থী ভবনটির তিনতলার ওই রুম ভাড়া নেয় । /এসআর Comments SHARES শীর্ষনিউজ বিষয়: অধিনায়ককুয়েটখুলনা ইউনিভার্সিটি অব টেকনোলজিগ্যাস লাইনগ্যাস সিলিন্ডারজেলা পুলিশ সুপারজেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামতৌহিদুল ইসলামপুলিশভালুকাভালুকায় বিস্ফোরণে ১ জন নিহত : আহত তিনজনময়মনসিংহর্যাব-১৪লেফটেন্যান্ট কর্ণেললেফটেন্যান্ট কর্ণেল শরিফুল ইসলাম