ফেসবুকে ভাইরাল ‘বজ্রপাতেও মামলা’; মৃত ব্যক্তিও আসামী

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮

একুশ নিউজ: গতকাল মঙ্গলবার দৈনিক ইনকিলাবে প্রকাশিত একটি সংবাদের পেপার কাটিং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

’বজ্রপাতেও মামলা’ শিরোনামের নিউজটি ভাইরাল হওয়ার পর থেকে এ ঘটনায় পুলিশের ভুমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

নিউজটিতে বলা হয়, বৃষ্টিপাতের সাথে হওয়া বজ্রপাতকে বোমা বিস্ফোরণ উল্লেখ্য করে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

ইনকিলাবের নিউজটি তুলে ধরা হলো:-
রাতে বৃষ্টিপাতের সাথে তুমুল বজ্রপাত হয়। বজ্রপাতের শব্দকে ‘বোমা বিস্ফোরণ’ হিসেবে চালিয়ে দিয়েছে পুলিশ। মামলা দেয়া হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গেল ১৩ অক্টোবর রাতে বজ্রপাতের পরদিন নগরীর বায়েজিদ থানায় এমন মামলা করে পুলিশ। ৪ মামলায় আসামি করা হয়েছে দেড়শতাধিক বিএনপি নেতাকর্মীকে।

গতকাল (সোমবার) সকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অব্যাহত গায়েবি মামলার এমন ভুতুড়ে অভিযোগের তথ্য জানান নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

তিনি অভিযোগ করেন, ১৩ অক্টোবর রাতভর বৃষ্টি হয়। বিকট শব্দে বজ্রপাতও হয়। পরদিন ১৪ অক্টোবর পুলিশ বাদী হয়ে থানায় বোমা বিস্ফোরণ হয়েছে বলে মামলা রুজু করেন। আর তাতে আসামি করা হয় বিএনপি নেতাদের।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে ১৪ অক্টোবর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা রুজুর বিষয়টি স্বীকার করেন তিনি। মামলায় বজ্রপাতের ঘটনাকে বোমা বিস্ফোরণ উল্লেখ করা প্রসঙ্গে তিনি বলেন, এটি কী বজ্রপাত নাকি বোমা বিস্ফোরণ তা আপনারা এসে সরেজমিন দেখে যেতে পারেন। বিএনপি নেতাদের ভাঙচুর করা গাড়িও আলামত হিসেবে থানায় জব্দ আছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আবুল হাশেম বক্কর জানান, পুলিশের মামলা থেকে মৃত ব্যক্তিরাও রেহাই পাচ্ছেন না। নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিন নামে এক নেতার মৃত্যু হয়েছে ২০১৭ সালের ১০ অক্টোবর। গত ১০ অক্টোবর সেই মৃত ব্যক্তির নামেও মামলা দিয়েছে পুলিশ।

বলা হয়েছে জসিম উদ্দিন পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুঁড়েছে। নগরীতে গণহারে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, সরকারের নির্দেশে পুলিশ পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

/আরএ

Comments