পোশাক নিয়ে মন্তব্য : ক্ষমা চাইলেন মোশাররফ

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৮

বিনোদন প্রতিবেদক :  সময়ের জনপ্রিয় অভিনেতা । দারুন বাচনভঙ্গি । তিনি মোশাররফ করিম । নামই যার বিশেষণ। ছোট থেকে বড় পর্দা সব জায়গাতেই তার সমান আধিপত্য । সরব পদচারণা । সম্প্রতি উপস্থাপনায় নিজের নাম লিখেছেন তিনি। ‘জাগো বাংলাদেশ’ শিরোনামের অনুষ্ঠানে উপস্থাপনা করতে দেখা গিয়েছে তাকে।

যুক্তরাষ্ট্রের আলোচিত টিভি শো ‘টেডএক্স’ ও ভারতের ‘সত্যমেভ জয়তে’ থেকে অনুপ্রেরণা নিয়ে নির্মিত হয়েছে ‘জাগো বাংলাদেশ’। তবে এ অনুস্থানের প্রচারিত একটি পর্ব নিয়ে বেশ তোপের মুখে পড়তে হয়েছে মোশাররফ করিমকে। অনুষ্ঠানে নারী ধর্ষণের স্বীকার হচ্ছেন এ জন্য তার পোশাক দায়ী নয় এমন কিছু মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার ঝড় উঠে।

দর্শকদের অনেকে বিষয়টিকে ধর্মানুভূতিতে আঘাত হিসেবে দেখছেন । তারা ভাবছেন, আলোচিত  অনুষ্ঠানে মোশাররফ  করিম শালীনতাকে হেয় করেছেন । বিষয়টি অবশ্যই মোশাররফকে ভাবিয়েছে ।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে অবশ্য মোশাররফ করিম তার ভেরিফাইড ফেসবুক পেইজে ক্ষমাও চেয়েছেন। তিনি ক্ষমা চেয়ে লিখেন, ‘চ্যানেল ২৪ এর আমার উপস্থাপিত একটি অনুষ্ঠানের একটি অংশে আমার কথায় অনেকে আহত হয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত। আমি যা বলতে চেয়েছি তা হয়ত পরিষ্কার হয়নি। আমি পোষাকের শালীনতায় বিশ্বাসী। এবং তার প্রয়োজন আছে। এই কথাটি সেখানে প্রকাশ পায়নি। ধর্মীয় অনুভূতি তে আঘাত করা আমার অভিপ্রায় না। এ ভুল অনিচ্ছাকৃত। আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে সবাই ক্ষমা করবেন।’

জানা যায়, ইতোমধ্যে ‘জাগো বাংলাদেশ’-এর ১৩ টি পর্ব ধারণ করা হয়েছে। পর্বগুলোর বিষয়ের মধ্যে রয়েছে নারী নির্যাতন, শিশু ধর্ষণ, অটিজম, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা, মেয়েদের ঋতুকালীন সমস্যা, যানজট, বৃহন্নলা ও পরিবেশ দূষণ ইত্যাদি ।

অনুষ্ঠানটি পরিচালনা করছেন আরিফ এ আহনাফ। প্রতি শনিবার রাত সাড়ে ৮টায় ‘চ্যানেল ২৪’ এ প্রচার হচ্ছে ‘জাগো বাংলাদেশ’।

#একুশ নিউজ/এএইচ

Comments