নির্বাচনে আমরা ইতিহাস গড়ব নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০১৯ কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফরম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী নুরুল হক নুর বলেছেন, ‘ডাকসু নির্বাচন আমাদের সবার জন্য একটি আশার জায়গা। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার পাবেন। আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের এসব কথা তুলে ধরার চেষ্টা করেছি। সাধারণ ছাত্রদের থেকে ভালো সাড়া পাচ্ছি। এ অবস্থা ধরে রাখতে পারলে ডাকসু নির্বাচনে আমরা ইতিহাস গড়তে পারব।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। নির্বাচন কতটা সুষ্ঠু হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডাকসু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের মানুষের আশার জায়গা। তাই এ নির্বাচন সুষ্ঠু হওয়া অত্যন্ত প্রয়োজন। আমাদের এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিকই মনে হচ্ছে। তবে অনাবাসিক ছাত্রছাত্রীরা যাতে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে আসতে না পারেন এজন্য এক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর পরিকল্পনা চলছে। এ অবস্থায় আমরা চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও সক্রিয় হোক। প্রক্টরিয়াল টিমকে শক্তিশালী করা প্রয়োজন।’ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: